Posts

Showing posts from March, 2023
Image
 আয়কর রিটার্ন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র। আয়কর বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা জানা প্রয়োজন - ব্যক্তিগত তথ্য : 1. ই-টিন সার্টিফিকেট ফটোকপি 2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 3. পাসপোর্ট সাইজ ফটো এক কপি। চাকরির তথ্য : 1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)  2. ব্যাংক হিসাব বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)  3. উৎসে কর কর্তন সার্টিফিকেট 4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে) গৃহ সম্পত্তি হতে আয় থাকলে: 1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ 2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র 3. বাড়ী ভাড়ার টাকা ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী 4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর/খাজনা ব্যবসায়ের তথ্য: 1. ট্রেড লাইসেন্স  2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী 3. সম্পদ ও দ্বায় বিবরনী 4. ব্যাংক হিসাব বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২) বিনিয়োগের তথ্য: 1. ডিপিএস (যদি থাকে) 2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে). 3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে) 4. সঞ্চয় পত্র সার্টিফিকেট (যদি থাকে) সম্পদ ও দায় বিবরনীঃ  1. হাউস, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে) 2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকসস ইত্যা...
Image
COMPANY & SOCIETY REGISTRATION IN BANGLADESH আসসালামু আলাইকুম  লিমিটেড কোম্পানী গঠন করার নিয়ম? কোম্পানী নিবন্ধন করার প্রক্রিয়া / How to register a Limited Company In Bangladesh বাংলাদেশে লিমিটেড কোম্পানী রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত বর্ননা করা হলো। বাংলাদেশে প্রচলিত কোম্পানী আইন অনুযায়ী বাংলাদেশে দুই ধরনের কোম্পানী রয়েছে- ১. প্রাইভেট লিমিটেড কোম্পানী এবং ২. পাবলিক লিমিটেড কোম্পানী। বাংলাদেশে বিদ্যমান ১৯৯৪ সালের কোম্পানী আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কমপক্ষে ২ জন এবং উর্ধে ৫০ জন অংশীদার বা পার্টনার পর্যন্ত হতে পারে অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে সর্বনিন্ম ৭ জন এবং সর্বোচ্চ যেকোন সংখ্যার পার্টনার থাকতে পারে। তবে সম্প্রতি কোম্পানী আইনের সংশোধনীতে One Person Company (OPC) বা শুধু মাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানী খোলার বিধান রাখা হয়েছে। কিভাবে বাংলাদেশে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানীর নিবন্ধন নেওয়া যায়, কত সময় লাগে, কত টাকা খরচ হয় ইত্যাদি যাবতীয় বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করা হলো।  অনুমোদিত মূলধন ও পরি...